শিরোনাম
সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২৮ শিক্ষকের ১৭ জনই অনুপস্থিত ক্লাস পরীক্ষা বন্ধ

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নবকিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। নানা অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ নজিবুর রহমানসহ ১৭ শিক্ষক গতকাল বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ পরিস্থিতিতে কোনো নোটিস ছাড়াই রবিবার পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখা হয়। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষক রয়েছেন ২৮ জন। জানা যায়, রবিবার নবকিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজে দ্বাদশ শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল সকাল ১০টায়। দুপুর ২টায় ছিল অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। দশম শ্রেণীর ছিলো শারীরিক শিক্ষা পরীক্ষা। অর্ধেকেরও বেশি শিক্ষক অনুুস্থিত থাকায় এদিন কোনো পরীক্ষাই হয়নি। এ ব্যাপারে অধ্যক্ষ নজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। এরপর ফোন ধরার জন্য এসএমএস করেও কাজ হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুরে আলম জানান, বিষয়টি তার জানা নেই। ইউএনও ফারহানা ইসলাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ১৭ শিক্ষক অনুপস্থিত এটা হতে পারে না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর