মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

তিন জেলায় আরও ৩

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটে দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের সোনরগাঁয় সড়কে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। চুয়াডাঙ্গায় ভটভটির সঙ্গে ট্যাঙ্কলরির সংঘর্ষে আহত হয়েছেন তিন নারী শ্রমিকসহ পাঁচজন। প্রতিনিধিদের পাঠানো খবর— লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জার কোর্ট এলাকায় গতকাল ট্রাকচাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— মির্জার কোর্ট এলাকার আমানত উল্লাহর ছেলে দেলোয়ার হোসেন, ফরিদুল ইসলামের ছেলে শিশু লাবিব ও মালেয়শিয়া প্রবাসী আবদুস সাত্তার। অপরদিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর। এদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী একটি ট্রাক মির্জার কোর্ট এলাকায় তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই এবং হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী দুই ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রাখেন। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে পিকআপ ভ্যানচাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকালের এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে গতকাল বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম কাশেম চৌধুরী। তিনি সরাইলের আঁখিতারা গ্রামের হিরা মিয়ার ছেলে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গতকাল বাসচাপায় ফিরোজা বেগম নামে এক নারী গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ রেখে বিক্ষোভ করেছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। চুয়াডাঙ্গা : সদর উপজেলার হায়দারপুরে আলমসাধুর (ভটভটি) সঙ্গে ট্যাঙ্কলরির সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর