শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে ২ ডিসেম্বর শুরু পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ডিসেম্বর শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু যাচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আখেরি মোনাজাত ৬ ডিসেম্বর মঙ্গলবার। এই ইজতেমায় ঢাকা জেলার তাবলীগ জামাতের লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজক মুরব্বিরা।

গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, মুসল্লিদের সেবায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। টঙ্গী রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট আফজাল বলেন, মুসল্লিদের স্বাস্থ্যসেবায় টঙ্গী রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প খোলা হবে। ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। জোড় ইজতেমা শেষ হওয়ার পর আগামী ১৩ জানুয়ারি শুরু হবে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫২তম বিশ্বইজতেমা।

সর্বশেষ খবর