বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিনামূল্যে বিতরণের বই

ভারতে ছাপা ২০ লাখ কপির প্রথম চালান বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি

২০১৭ সালে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ভারতে ছাপা ২০ লাখ ১৩ হাজার ৬০০ কপি পাঠ্যবইয়ের প্রথম চালান মঙ্গলবার রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। আমদানিকৃত বই সংরক্ষণ করা হয়েছে বন্দরের ২৭ ও ২৮ নম্বর পণ্যাগারে। ভারতে ছাপা হওয়া এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ বই আগামী ১০ দিনের মধ্যে এ বন্দর দিয়ে আসার কথা। বেনাপোল কাস্টমস কর্মকর্তা আজিম উদ্দিন গাজী জানান, বইয়ের চালানের কিছু ট্রাক বন্দর থেকে ছাড়িয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে দেশের কয়েকটি উপজেলায় পাঠানো হয়েছে। ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে বেনাপোল বন্দরে। বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ কপি বইয়ের মধ্যে গতকাল দুটি চালানে ২০ লাখ ১৩ হাজার ৬০০ কপি এসে পৌঁছেছে। চালানের কিছু বই বন্দর থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ খবর