শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নেত্রকোনা মুক্ত দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

নেত্রকোনা মুক্ত দিবস ছিল গতকাল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে হানাদারমুক্ত হয় এই জেলা। এ উপলক্ষে গতকাল মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তন থেকে বের করা র‌্যালিতে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। র‌্যালিতে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল হক চিশতী, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এদিকে প্রতিনিধিরা জানান, আজ ১০ ডিসেম্বর ভোলা ও মাদারীপুর হানাদার মুক্ত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সর্বশেষ খবর