শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাহাড় কাটায় দুই শ্রমিকের কারাদণ্ড মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

আয়ুবুল ইসলাম, কক্সবাজার

পাহাড় কাটায় দুই শ্রমিকের কারাদণ্ড মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে

পাহাড় কাটার সময় আটক দুই শ্রমিক —বাংলাদেশ প্রতিদিন

কক্সবাজারের বহুল আলোচিত সৈকত পাড়ার পাহাড় কর্তনের দায়ে দুই শ্রমিককে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  প্রতিবারের মতো এবারও ধরাছোঁয়ার বাইরে রয়েছে প্রভাবশালীরা। কক্সবাজার শহরের সরকারি পাহাড়ি ভূমি দখল করে প্লট তৈরি করছে প্রভাবশালী মহল। এ ঘটনায় একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। এরপরও প্রভাবশালীদের থাবা থেমে নেই। পাহাড় কেটে প্রতিদিন প্লট তৈরি করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পাহাড় কাটার সময় হাতে-নাতে দুই শ্রমিককে আটক করা হয়।

তারা হলো আবুল কাশেমের ছেলে সোনামিয়া ও আবদুল মালেকের ছেলে মো: নাছির। এ সময় তাদের কাছ থেকে মাটি কাটার সরঞ্জাম দুটি কোদাল ও দুটি খন্তি জব্দ করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া আটককৃত দুজনকে একমাস করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় আটককৃত দুই শ্রমিক  ভ্রাম্যমাণ আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেন, প্রভাবশালী সিন্ডিকেটের নির্দেশে আমরা মাটি কাটার কাজ করছি। কক্সবাজার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন—‘আটককৃত দুই শ্রমিকের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর