শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাংনী ও ধুনটে ৯ জনকে কুপিয়ে জখম

প্রতিদিন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে প্যানেল মেয়রসহ চারজন ও বগুড়ার ধুনটে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলামসহ চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোপালনগর-মড়কা সড়কের চারচারা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন গাংনী বাজার পাড়ার মুন্নাফ আলীর ছেলে খোকন মিয়া (৪০), ইউনুছ আলী (৩৬) ও তাদের ছোট ভাই আবদুল্লাহ (৩০)। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলামসহ আহতদের বাড়ি গাংনী বাজার পাড়ায় এ ঘটনায় গোপালনগর গ্রামের  স্বপন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, বগুড়া— জানান, বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল বেলা ১১টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার বড়বিলা গ্রামের আয়নাল হককে (৫৫) আটক করেছে পুলিশ। আহতরা হলেন বড়বিলা গ্রামের ফজলুর রহমান, বেলাল হোসেন, তার স্ত্রী ছানোয়ারা খাতুন, মেয়ে জুঁই আকতার ও বেলাল হোসেনের স্ত্রী রূপালী খাতুন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর