শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধা, নড়াইল, ফরিদপুর, টাঙ্গাইল ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর—

গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা গ্রামের  দোলনের ছেলে তীর্থ (২) নামের এক শিশু নিহত হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

নড়াইল : সদরের ময়েনখোলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয় মাসের এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন— লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামের পঙ্কজ মজুমদার (৫০) এবং মাগুরার মহাম্মদপুর উপজেলার কালিশংকরপুর গ্রামের মিরাজ হোসেনের ছয় মাসের শিশু সন্তান আরাফাত। ফরিদপুর : শহরতলির কানাইপুর মধুমালা সিনেমা হলের সামনে বাসচাপায় মাহেন্দ্রচালক ইসমাইল সরদার নিহত হয়েছেন। ইসমাইলের বাড়ি বোয়ালমারী উপজেলায়।

টাঙ্গাইল : জেলার কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক হাফিজুর রহমান নিহত হয়েছেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

দিনাজপুর : জেলা শহরে বাসের ধাক্কায় আবদুল হাকিম নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতের বাড়ি      দিনাজপুর সদরের কৃষাণ বাজারের দেতৈইর এলাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর