সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যশোরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় কারচাপায় ২ নারী

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে যশোরে বাস-থ্রি হুইলার সংঘর্ষে দুই ভাইসহ তিনজন এবং কুমিল্লায় প্রাইভেট কারচাপায় মারা গেছেন দুই নারী। নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, ভোলা ও গাজীপুরে নিহত হয়েছেন একজন করে। এছাড়া বগুড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক দিনমজুরের। প্রতিনিধিদের পাঠানো খবর—

যশোর : যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় গতকাল বাসের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলার যাত্রী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন— চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের নূর বদর উদ্দিনের ছেলে লাভলু ও জাকির এবং নূর মোহাম্মদের ছেলে ফরিদ। আহত দুজনকে খুলনা এবং একজনকে ঢাকা পাঠানো হয়েছে। কুমিল্লা : চান্দিনা বাস স্ট্যান্ডের কাছে গতকাল প্রাইভেট কারচাপায় দুই নারী নিহত ও শিশুসহ দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন— চান্দিনা উপজেলার মধ্যমতলার ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল ও দেবিদ্বারের বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান। আহত শিশু রাফি নিহত পারুলের ছেলে। অপরজন প্রাইভেট কারের যাত্রী। কুড়িগ্রাম : রাজারহাটের ফরকেরহাটে গতকাল ভোররাতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হন। শফিকের বাড়ি লালমনিরহাটের চাপারহাট এলাকায়। ভোলা : ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাটে গতকাল বাসচাপায় মাহাবুবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা দুটি বাস ভাঙচুর এবং গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বগুড়া : দুপচাঁচিয়ায় ট্রেনের ধাক্কায় মজনু প্রামাণিক নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মজনু উপজেলার কইল গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল সকালে রেল লাইনের পাশ দিয়ে কর্মস্থলে যাবার সময় ট্রেন তাকে ধাক্কা দেয়।

সর্বশেষ খবর