সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাঁঠালবাড়ি ফেরিঘাট খুলে দেওয়া হলো

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ি ইলিয়াছ আহমেদ চৌধুরী দাদাভাই ফেরিঘাট খুলে দেওয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী গতকাল ঘাটটি উদ্বোধন করেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। ১৫ কোটি টাকা ব্যয়ে ২৩ একর জমির উপর এ ঘাট স্থাপন করা হয়েছে। এখন থেকে দক্ষিণাঞ্চলের যানবাহন পাচ্চর মোড় হয়ে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক দিয়ে কাঁঠালবাড়ি ঘাটে যাবে। নতুন এ ঘাটে চারটি ফেরিঘাট, তিনটি লঞ্চঘাট, তিনটি জেটি, ছয়টি স্পিডবোট ঘাট, চারটি যাত্রী শেড, অভ্যন্তরীণ সড়ক ৭০০ মিটার, পুলিশ কন্ট্রোল রুম, ১৮ হাজার বর্গকিলোমিটার জায়গায় বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নৌ-পথের দূরত্ব কমবে পাঁচ কিলোমিটার। প্রতিদিন ৫০ হাজার যাত্রী এ ঘাট হয়ে যাতায়াত করতে পারবেন— জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

সর্বশেষ খবর