শিরোনাম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অন্ধত্ব থেকে মুক্তি পেলেন বাগেরহাটের ৩০০ মানুষ

বাগেরহাট প্রতিনিধি

অন্ধত্ব থেকে মুক্তি পেলেন বাগেরহাটের তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু। চক্ষু শিবির থেকে বাছাই করা ৩০৫ রোগীকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে ২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ ও সেবা দেওয়া হয়। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বাগেহাটের মংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২। লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই শিবিরে তিন হাজার ৬০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। অপারেশনের জন্য বাছাই করা হয়েছিল প্রায় ৪০০ রোগীকে। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে প্রতি বছর এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু শিবির আয়োজন করেন। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা এবং তিন হাজার আট শতাধিক অপারেশনের মাধ্যমে সুস্থ ও অন্ধত্বের হাত থেকে মুক্তি পেয়েছেন।

 

সর্বশেষ খবর