বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা কমান্ডারকে ‘আত্মসমর্পণকারী’ দাবি

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিনকে আত্মসমর্পণকারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন ১৪ জন্য মুক্তিযোদ্ধা। তারা যাচাই-বাছাই কমিটি থেকে সাহাব উদ্দিনের নাম বাদ দেওয়ার জন্য গত ২২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্র থেকে জানা যায়, ১৯৭১ সালে উপজেলার ছালুয়াতলা গ্রামের লাল মামুদের ছেলে সাহাব উদ্দিন ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ শেষে নালিতাবাড়ী উপজেলায় অপারেশনে আসেন। এ সময় তিনি সবার অজান্তে একটি এলএমজি ও ২০০ রাউন্ড গুলিসহ পাক সেনাদের ঝিনাইগাতীর আহমদ নগর ক্যাম্পে অত্মসমর্পণ করেন। মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় পাক সেনারা তাকে হত্যা না করে জামালপুর কারাগারে বন্দি করে রাখেন। স্বাধীনতার পর মুক্তি পান তিনি। চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের ২৭ মে শেরপুর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি তাকে গেজেটভুক্ত করেন। ২০১০ ও ২০১৫ সালে তিনি পরপর দুবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচিত হন। এ ব্যাপারে সাহাব উদ্দিন বলেন, ‘আমি কখনো সারেন্ডার করিনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ নালিতাবাড়ীর ইউএনও সোহেল রহমান জানান, যাচাই-বাছাই কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ খবর