বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ধামরাইয়ে বিদ্যুৎ পেল ২২২ পরিবার

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগান নিয়ে গতকাল ধামরাইয়ের গোপালপুর গ্রামের ২২২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় এমপি এমএ মালেক। এ সময় নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধামরাই পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মোস্তাফা কামাল, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ। —ধামরাই  প্রতিনিধি

সাত দোকান পুড়ে ছাই

গাজীপুরে একটি বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় গতকাল ভোররাতে একটি মোটর পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আরো ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

—গাজীপুর প্রতিনিধি

কুমিল্লায় বালিকা বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিঞাবাজার তোষন রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত নয় সদস্য বিশিষ্ট সংসদে ১০ম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার কলি সহ-সভাপতি (ভিপি) এবং ৯ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার মুন্নী সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। মোট প্রদানকৃত ভোটের পরিমাণ ৭৫ ভাগ।

স্কুলের প্রধান শিক্ষক মোজহারুল হায়দার বেকন জানান, নির্বাচন উপলক্ষে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। —কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর