বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৮

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে গোপালগঞ্জে বাসচাপায় এবং কক্সবাজারের চকরিয়ায় মাইক্রো ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই শিশুর। এছাড়া সিলেট, বগুড়া, নওগাঁ, লক্ষ্মীপুরের রায়পুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে সড়কে প্রাণ হারিয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মান্দারতলায় গতকাল বাসচাপায় বাঁধন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাঁধন মান্দারতলা এলাকার গুচ্ছগ্রাম ‘স্বপ্নের ঠিকানার’ কাশেম মিয়ার ছেলে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গতকাল পর্যটকবাহী মাইক্রো ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে জিম বাবু নামে এক শিশু। এ সময় আহত হয়েছেন সাত পর্যটক। নিহত জিম বাবু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ইমরান হোসেনের ছেলে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট : দক্ষিণ সুরমার দাউদপুর এলাকায় ‘এনা পরিবহনের একটি বাসের চাপায় পারভেজ আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের প্রাণহানি ঘটেছে। গতকাল দুপুরে দাউদপুরে তারানা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ দাউদপুরের রানা আহমদের ছেলে। দুর্ঘটনার পর জনতা সড়ক অবরোধ করে রখে। বগুড়া : শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন চারজন। নিহত সাত্তার উপজেলার বাগড়া চকপোতা গ্রামের কছিম উদ্দিনের ছেলে। নওগাঁ : মান্দায় ট্রাকচাপায় লায়েব আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ফতেপুর মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়েব আলী মান্দা উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা ছিলেন। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপের ধাক্কায় রুবেল নামে এক অটোচালক নিহত ও আহত হয়েছেন তিনজন। রুবেল উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবুল হাসানের ছেলে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নেত্রকোনা : নেত্রকোনা পৌর এলাকার পূর্ব মঈনপুর গ্রামে মঙ্গলবার রাতে লড়িচাপায় মারা গেছেন আতিক নামের এক কিশোর। আতিক পশ্চিম উলুয়াটি গ্রামের মালু হোসেনরে ছেলে।  কিশোরগঞ্জ : সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা লুত্ফুর রহমান ফয়সাল নিহত হয়েছেন। আহতাবস্থায় মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফয়সলের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউড়িয়া গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর