বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাটি খুঁড়তেই রকেট লাঞ্চার গুলি গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক, যশোর

মাটি খুঁড়তেই রকেট লাঞ্চার গুলি গ্রেনেড

যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে ভবন নির্মাণের জন্য মাটি খনন করতেই পাওয়া গেছে রকেট লাঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও গুলি। গতকাল সকাল ১০টার দিকে শামছু খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, কামালপুর গ্রামের শামছু খাঁ তার জমিতে ভবন নির্মাণের জন্য খনন করছিলেন। এ সময় দিনমজুররা মাটির নিচে গোলাবারুদ দেখতে পান। তখন শামছু খাঁ থানাকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ওই স্থান থেকে ২৭৯ রাউন্ড গুলি, একটি রকেট লাঞ্চার ও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। গুলি, রকেট লাঞ্চার ও গ্রেনেড জং ধরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা ফেলে গিয়েছিল।

সর্বশেষ খবর