বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএসসির প্রবেশপত্র প্রদানে অর্থ আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র প্রদান বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুরের বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরীক্ষা কেন্দ্র পরিচালনার নামে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।

বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩৮ শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ১২০ জনের প্রবেশপত্র প্রদানের সময় ৪০০ এবং অনিয়মিত ১৮ জনের কাছ থেকে আদায় করা হয়েছে ৩০০ টাকা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ জানান, বরিশাল শিক্ষা বোর্ড কেন্দ্র পরিচালনা ফি নির্ধারণ করেছে। উজিরপুরে পরীক্ষা কেন্দ্রের আওতাভুক্ত সব বিদ্যালয়ে প্রবেশপত্র প্রদানের সময় কেন্দ্র ফি আদায় করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিচালনা বাবদ কোনো সন্মানি নেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন উজিরপুরের ইউএনও ও পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ঝুমুর বালা।

সর্বশেষ খবর