শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাস-মাইক্রো সংঘর্ষে আগুন দাদি-নাতিসহ নিহত ৩

পাঁচ জেলায় তিন শিক্ষার্থীসহ আরও সাত প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারে চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে দাদী-নাতীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, যশোর, নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিন শিক্ষার্থীসহ সাতজনের। বরিশালে বাস ও মাহেন্দ্র আলফার সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে অগ্নিদগ্ধ হয়ে দাদী-নাতীসহ তিন পর্যটক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন মাইক্রোবাসে থাকা অপর ৯ পর্যটক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলা ভেন্ডারির ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার নিউ মার্কেট এলাকার মনু হোসেনের স্ত্রী আফিয়া বেগম (৫৪), তার নাতী ইয়ামিন (১) ও মাইক্রোবাস চালক চাঁদপুর জেলার আবুল পাটোয়ারীর ছেলে আরিফ (৩৪)। আহতদের অবস্থা গুরতর হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসে কয়েকটি পরিবারের ১২ সদস্য কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। গাড়িটি বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকরিয়ার হারবাং এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। শেরপুুর : ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগরে গতকাল একটি পিকনিকের একটি বাস অপর একটি পিকনিকের পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। নিহতরা হলো— শ্রীবরদী উপজেলার ছনকান্দা গ্রামের সামছুল হকের ছেলে সাইফুল (১৩) ও শহীদ মিয়ার ছেলে আবু হামজা (১৩)। সাইফুল ষষ্ঠ এবং হামজা চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহতদের মধ্যে একজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এরা হলেন— সদর উপজেলার নাটাই উত্তর ইউপির সাবেক সদস্য ভাটপাড়া গ্রামের আউয়াল মিয়া (৬৫) ও সবুজ মিয়া (২২)। এ ঘটনায় আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বরগুনা : বরগুনায় পীরের দরগাহে দোয়া চাইতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও আরো দুই পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম নাজমুল ইসলাম (১৬)। আহত ইমরান হোসেন ও রাসেলকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর : মণিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এএসআই জাকির হোসেন দিপু (৩৫) নিহত হয়েছেন। মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের জয়পুর আমতলা মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। জাকির জয়পুর গ্রামের ইনতাজ আলীর ছেলে। তিনি সম্প্রতি মাগুরা সদর থানা থেকে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকলে যোগদান করেন। নড়াইল : যাত্রীবাহী থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। নড়াইল জেলা সদরের চাঁচড়া এলাকায় গতকাল দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত চালক তবিবর যশোর মনিরামপুর উপজেলার হোসেন আলীর ছেলে।

সর্বশেষ খবর