শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুঁড়ায় বিবর্ণ গাছপালা ঘরের চালা

এলাকাবাসীর দুর্ভোগ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার দাইপাড়া এলাকাবাসী ধানের কুঁড়ার প্রভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। রান্নাঘর এমনকি খাবার-দাবারেও পড়ছে কুঁড়া। এলাকার বাড়ি-ঘরের চালে কুঁড়ার স্তূপ। গাছ, লতাপাতা কুঁড়া পড়ে বিবর্ণ হয়ে গেছে। বাসা-বাড়ির লোকজন দিনরাত দরজা জানালা বন্ধ করে রাখেন।

দাইপাড়ার জনৈক আব্দুল আজিজ বলেন, একটি চিড়ার মিল থেকে দিনরাত কুঁড়া এসে পড়ছে। সাত মাস ধরে ধানের কুঁড়ায় তাদের ঘরের চাল, গাছপালা বিবর্ণ হয়ে গেছে। নারিকেল গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। বন্ধ হয়ে গেছে ফল দেওয়া। সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ করে থাকতে হয়। কুঁড়া উড়ে আসার কারণে শোবার ঘরে তৈরি করতে হচ্ছে খাবার। কৃষক ঈমান আলী বলেন, মিল মালিককে এলাকাবাসীর পক্ষ থেকে নানা অসুবিধার কথা বলা হয়েছে, কিন্তু তিনি কর্ণপাত করছেন না। চিমনি ছাড়া উন্মুক্তভাবে কুঁড়া উড়িয়ে মিল পরিচালনা করছেন। গৃহবধূ আকলিমা আক্তার জানান, শোবার ঘরে চুলা নিয়ে রান্না করতে হয়। পরিবারের সব সদস্যের হাঁচি কাঁশি লেগেই থাকে। জালাল উদ্দিন নামে একজন বলেন, চিড়ার মিলের আশপাশের এলাকার লোকজন শ্বাসপ্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় তেলিহাটী ইউপি সদস্য মোবারক হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পরিবেশ স্বাভাবিক করতে সব মহলের সহযোগিতা প্রয়োজন। চিড়া মিল মালিক নূরুল হুদা বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে মিল পরিচালনা করছি। মিলের চারপাশে আমার ব্যক্তি মালিকানাধীন জায়গা। বেশি বাতাস থাকলে কিছু কুঁড়া উড়ে যেতে পারে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি নেই।’

সর্বশেষ খবর