রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১৩ বছরেও হয়নি নতুন কমিটি, কর্মীদের ক্ষোভ

নালিতাবাড়ী যুবলীগ

নালিতাবাড়ী প্রতিনিধি

১৩ বছরেও হয়নি নতুন কমিটি, কর্মীদের ক্ষোভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবলীগের তিন বছর মেয়াদের কমিটি দিয়ে পার করছে ১৩ বছর। সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন বর্তমান উপজেলা ও শহর আওয়ামী লীগের কমিটিতে। দীর্ঘ দিন সম্মেলন না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। নতুন কমিটির দাবিতে শো-ডাউনও করছেন স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা। জানা যায়, ২০০৪ সালের ৫ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে ওয়াজ কুরুনীকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সম্পাদক করে ৫১ সদস্যের নালিতাবাড়ী যুবলীগের কমিটি গঠিত হয়। ২০১৫ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে ওয়াজ কুরুনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছরের ২ জানুয়ারি গঠন করা হয় শহর আওয়ামী লীগের কমিটি। এ কমিটির সাধারণ সম্পাদক হয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন আবু বক্কর সিদ্দিক। এরপর প্রায় দুই বছর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য রয়েছে। নালিতাবাড়ী ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আশা করি দ্রুত উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হবে। আমি সভাপতি পদে একজন প্রার্থী। তবে দলের সিদ্ধান্ত মেনে নেবো।’ যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন কমিটি গঠন ও সভাপতি পদের জন্য ইতোমধ্যে আমি শহরে প্রচারণা চালিয়েছি। আশা করছি দল আমাকে সভাপতি মনোনিত করবে।’ নিয়ামুল কবির মানিক বলেন, ‘সভাপতি-সম্পাদকের অবর্তমানে সংগঠনের কার্যক্রমের সব দায়িত্ব পালন করে আসছি। আশা করি সভাপতি পদে দল আমাকে মনোনিত করবে। আমরা চাই দ্রুত নালিতাবাড়ী যুবলীগের কমিটির গঠন করা হোক।’ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি শহর আওয়ামী লীগে চলে এসেছি। সভাপতি চলে গেছেন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে। এ অবস্থায় নতুন করে উপজেলা যুবলীগের কমিটি গঠন হলে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘নালিতাবাড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও কোষাধ্যক্ষ গোপাল সরকার একটি কমিটি নিয়ে আমার কাছে স্বাক্ষর নিতে এসেছিলেন। আমি কমিটির কাউকে চিনি না বলে স্বাক্ষর দেইনি। সম্মেলনের মাধ্যমে কমিটি হবে বলে কেন্দ্রকেও জানিয়ে দিয়েছি।’

সর্বশেষ খবর