রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অধ্যক্ষকে মারধরের ঘটনায় প্রতিবাদ সভা, মামলা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দুর্বৃত্তের হামলায় কলেজ অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগ নেতা গোলাম হাছান খান সুজন আহত হওয়ার ঘটনায় গতকাল শহরের রঘুনাথ বাজার মোড়ে প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় দলীয় প্রতিপক্ষ গ্রুপের ১৭ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। স্থানীয় এমপি জাতীয় সংসদের হুইপ ও শেরপুর আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি বদিউজ্জামান বাদশা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন— শেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোছাদ্দেক ফেরদৌসী, আওয়ামী লীগ নেতা অ্যাড. মাজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা সুজনকে আহত করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করলেও সুস্পষ্টভাবে কারো নাম বলেননি। আকার ইঙ্গিতে অপর গ্রুপকে দায়ী করেছেন।  উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পথরোধ করে কয়েক দুর্বৃত্ত সুজনকে এলোপাতাড়ি মারধর করে।

সর্বশেষ খবর