রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রেনের যাত্রাবিরতি দাবিতে অবরোধ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে সর্বস্তরের জনতার এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালীন দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে শত শত জনতা রেললাইন অবরোধ করায় চালক ট্রেন থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট অপেক্ষার পর ট্রেনটি আবার ছেড়ে যায়। আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া অন্য কোনো ট্রেনের বিরতি এখানে নেই। এছাড়া রাজধানী ঢাকার সঙ্গে আত্রাইয়ের সরাসরি যোগাযোগের ক্ষেত্রে একমাত্র রেলপথ ছাড়া বিকল্প কোনো পথও নেই। তাই এ স্টেশনে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেনের বিরতি এলাকবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর