রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখতে হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৩তম জেলা সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে। বিকালে পৌর শহরের আলফাত স্কয়ারে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার। পরে শহরে শোভাযাত্রা বের করেন নেতা-কর্মীরা। সম্মেলনে বক্তারা বলেন, দেশে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। শিক্ষার এই বাণিজ্যিকীকরণ রুখে দাঁড়াতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।  সংগঠনের জেলা শাখার সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শরিফুজ্জামান শরিফ। জেলা কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন চিত্তরঞ্জন তালুকদার, এনাম আহমেদ, শারমিন জাহান পপি, খ ম মিরাজ, মাহমুদা খাঁ প্রমুখ। আজ জেলা কমিটি গঠনের জন্য কাউন্সিল হবে।

সর্বশেষ খবর