সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মহেশখালীতে ১২ বন্দুকসহ দুজন আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কেরুনতলীর দুর্গম পাহাড়ি এলাকায় এক অস্ত্র ব্যবসায়ীর আস্তানায় র‌্যাব অভিযান চালিয়ে ১২টি বন্দুক ও ৮৫ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে। গত শনিবার রাত থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানিয়েছেন, মহেশখালীর গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে কয়েকটি বাহিনীর সংঘবদ্ধ চক্র অস্ত্র মওজুদ করে তা রোহিঙ্গা সন্ত্রাসীসহ দেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করছিল। অস্ত্র মজুদের এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল দ্বীপের হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর দুর্গম পাহাড়ে অভিযান চালায়। এ সময় ১২টি বন্দুক ও ৮৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ২টি বিদেশি ওয়ান শুটার বন্দুক ও ১টি রাইফেলও রয়েছে। আটক সন্ত্রাসীরা দ্বীপের জামায়াত সমর্থিত সন্ত্রাসী দল ‘এনাম বাহিনী’র সদস্য মোহাম্মদ সেলিম (৩৫) ও মোহাম্মদ এরশাদ (২৮)। সেলিমের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১২টি এবং এরশাদুল্লাহর বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  উল্লেখ্য, এর আগে গত ৪ জানুয়ারি মহেশখালীর আরেক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ২২টি অস্ত্র, ২২ রাউন্ড গুলি ও ৩৩টি অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই কারিগরকে আটক করেছিল।

সর্বশেষ খবর