শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩তম ক্ষুদ্র ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে গতকাল বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩তম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই ঋণ যেন কোনভাবেই মাদক ও সুদের কাজে ব্যবহৃত না হয়। এ সময় তিনি উপস্থিত ঋণগ্রহীতাদের নিজ নিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পরামর্শ দেন। বসুন্ধরা ফাউন্ডেশনের ইনচার্জ মোশারফ হোসেন জানান, গতকাল ৫৬৪ জন দরিদ্র নারীর মাঝে ৫৩ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এ নিয়ে বাঞ্ছারামপুরে ১৪ হাজার ১৯৫ জন দরিদ্র ও হতদরিদ্র সুবিধািবঞ্চিতকে ঋণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক মাইমুন কবির, অগ্রণী ব্যাংক বাঞ্ছারামপুর শাখার ম্যানেজার খোকন চন্দ্র কর্মকার, বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, কর্মকর্তা আনোয়ার হোসেন, সোবহানিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ খবর