শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
টাম্পাকো কারখানায় অগ্নি-দুর্ঘটনা

হতাহত শ্রমিকদের মাঝে অনুদানের চেক প্রদান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী বিসিক ফয়েলস কারখানায় ঘটে যাওয়া অগ্নি-দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের মাঝে গতকাল দুপুরে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে আইআরআই ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, সচিব মিকাইল শিপার, জেলা প্রশাসক এসএম আলম, ড. এএমএম আনিসুল আউয়াল প্রমুখ। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোর পৌনে ছয়টায় গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার টাম্পাকো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড শুরু হয়। আগুনের তীব্রতায় চারতলা ভবনের প্রায় পুরোটাই ধসে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানা ছাপিয়ে আশপাশের  বাসাবাড়ি, গোডাউন ও কারখানায় ব্যাপক ক্ষতি হয়। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে অগ্নি-দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯ জন। আহত হন অর্ধশত। নিহত ৩৯ জনের মধ্যে ৯ জনের মরদেহ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর