শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই মেছো বাঘ আটক

গোপালগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে একটি মেছো বাঘ আটক করেছে এলাকাবাসী। পরে তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের বাহিরবাগ গ্রামের সাবেক ইউপি মেম্বার মান্নান মিয়ার বাগানে ফাঁদ পেতে ওই মেছো বাঘটিকে আটক করে এলাকাবাসী। হস্তান্তর শেষে বৃহস্পতিবার রাতেই মেছো বাঘটিকে আবার বনে  ছেড়ে দিয়েছে বন বিভাগ। সাবেক মেম্বার মান্নান মিয়া মোবাইল ফোনে জানান, ৫-৬ মাস ধরে গ্রামবাসীর প্রায় শতাধিক হাঁস-মুরগী খেয়ে ফেলে মেছো বাঘটি। এদিকে মাদারীপুরের শিবচরে বিলুপ্ত প্রায় প্রজাতির এক মেছো বাঘ আটক করে বন বিভাগে হস্তান্তর করেছে গ্রামবাসী । জানা যায়, জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সৈজদ্দিন মাদবরকান্দি গ্রামের খুরশেদ মোড়লের বাড়ির নব নির্মিত বাথরুমের হাউসে বৃহস্পতিবার রাতে মেছো বাঘ আটকে পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর