শিরোনাম
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হতদরিদ্রদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদ থেকে ভালনেরেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি)’র চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। জনপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের কথা থাকলেও ২৫-২৬ কেজি করে দেওয়া হয়েছে বলে জানান কার্ডধারী একাধিক মহিলা। এতে বিক্ষুব্ধ হন তারা। গত বৃহস্পতিবার এ চাল বিতরণ করা হয়। স্থানীরা জানান, চরযশোরদী ইউনিয়ন পরিষদ ভবনে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিজিডির চাল বিতরণ করা হয় বৃহস্পতিবার। ইউনিয়নের ৩৬৪ মহিলার নামে মাসপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। চাল বিতরণের সময় দেখা গেছে, বালতি দিয়ে ইউপি সদস্য দুলাল মোল্যা উপস্থিত থেকে কার্ডধারীকে চাল মেপে দিচ্ছেন। এ সময় দালিত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলার পাট কর্মকর্তা আবদুস সালাম সেখানে ছিলেন না। পরিষদ ভবনের পাশের দোকানে ডিজিটাল পরিমাপ যন্ত্রে একাধিক মহিলা চাল স্থানীয়দের সামনে মেপে দেখন এক মাসের জন্য ৩০ কেজি না দিয়ে সর্বোচ্চ ২৬ কেজি বিতরণ করা হয়েছে। কার্ডধারী মরিয়ম ও জোসনা বলেন, ‘আমাদের বালতি দিয়ে চাল মেপে দিয়েছে। সন্দেহ হওয়ায় ডিজিটাল পালায় মেপে দেখেছি। আমরা প্রতিবাদ করতে ভয় পাই, যদি নাম কেটে দেয়।’ ট্যাগ অফিসার আবদুস সালাম বলেন, ‘আমি এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করায় সেখানে থাকতে পারিনি। আমাকে না জানিয়ে চাল বিতরণ করা ঠিক হয়নি।’ নগরকান্দার ইউএনও আবদুল আজিজ বলেন, ‘ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণ এবং মাপে কম দেওয়ার বিষয়টি খোঁজখবর করে দেখছি।’ চরযশোরদী ইউপি চেয়ারম্যান পথিক তালুকদার জানান, পরিষদ থেকে চাল নেওয়ার পর কেউ রাস্তায় মেপে কম পাওয়ার অভিযোগ করলে লাভ হবে না।

সর্বশেষ খবর