রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পার্ক ইজারাদারের হামলায় ঢাবির ২০ শিক্ষার্থী আহত

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করা নিয়ে ইজারাদারদের হামলায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ-র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয় পাঁচজনকে। ঢাবির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদ জানান, বন অধিদপ্তর থেকে বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে শনিবার ওই বিভাগের ১৮৫ শিক্ষার্থী শিক্ষাসফরে পার্কে আসে। তারা পার্কে প্রবেশের সময় গেটের ইজারাদার ও তার লোকজন ছাত্র-ছাত্রীর কাছে পরিচয়পত্র দেখতে চায়। বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনো পরিচয়পত্র ইস্যু না করায় তারা ভর্তি রসিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাদের ঢুকতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকটির একপর্যায়ে গেটের ইজারাদার সফিকুর রহমান ও কবির হোসেনের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা ও মালামাল লুট করে। অভিযুক্ত সফিকুর রহমান বলেন, এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।’ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান, স্থিরচিত্র দেখে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর