শিরোনাম
রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘চাঁপাইনবাবগঞ্জ ব্র্যান্ড নেমে আম বিপণন করুন’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আম সম্পদের উন্নয়ন বিষয়ক জাতীয় সেমিনারে চাঁপাইনবাবগঞ্জের ব্র্যান্ড নেম দিয়ে দেশে ও বিদেশে এ আম বিপণনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অধিক মুনাফার জন্য যেন কোন অসৎ ব্যবসায়ী আমে কেমিক্যাল মেশানোর সুযোগ না পায় সে ব্যাপারে বাগান মালিক ও ব্যবসায়ীদের সজাগ হওয়ার আহ্বান জানানো হয়েছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে গতকাল আয়োজিত এই সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়। আরও শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। তিনি দেশ ও বিশ্বজুড়ে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার সম্প্রসারণে ধনাঢ্য ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। দুই পর্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ও  এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. এফএইচ আনসারী। চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হমিম রেজার সভাপতিত্বে সেমিনারের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, ‘জাতীয় বৃক্ষ আম’ গ্রন্থের লেখক ও সাংবাদিক সাব্বির হোসেন ও  অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ। চাপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের স্ত্রী রহিমা ইসলাম অনুষ্ঠানে আম বিষয়ক স্মরণিকার মোড়ক উন্মোাচন করেন। মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আই।

সর্বশেষ খবর