রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউএনও ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে আ.লীগের অভিযোগ

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের ইউএনও ওবায়দুর রহমান ও নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্রের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার গতকাল এ অভিযোগ করেন। সাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘উপনির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অনিয়ম করেছেন ওই দুই কর্মকর্তা। বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ প্রস্তাবকারী, সমর্থনকারীদের কেউ বাছাইয়ের সময় উপস্থিত না থাকা সত্ত্বেও তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়’। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক, পৌর আহ্বায়ক আসাদুজ্জামান বিপু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র বলেন, অনিয়মের কোনো সুযোগ নেই। কেউ সংক্ষুব্ধ হলে তিন কার্যদিবসের মধ্যে ডিসির কাছে আপিল করতে পারবেন। ইউএনও বলেন, ‘যাচাই-বাছাইয়ে আমার কোনো দায়িত্ব ছিলো না। আইনশৃঙ্খলা রক্ষার্থে ওখানে আমি উপস্থিত ছিলাম মাত্র’।

সর্বশেষ খবর