রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের এক দিন পর তামিম (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের একটি খেত থেকে গতকাল লাশটি উদ্ধার করে পুলিশ। তামিম ওই ইউনিয়নের চক পাঙ্গাসী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। উল্লাপাড়া মডেল থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। —সিরাজগঞ্জ প্রতিনিধি

হাতিয়ায় সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ

দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার চর কিং ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মির্দা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মালেক, রাশেদ ও মনিরকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। —নোয়াখালী প্রতিনিধি

পার্বত্য জেলায় চা চাষ সম্প্রসারণ করা হবে

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বলেন, বাংলাদেশের চা শিল্প সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ শিল্পের সম্ভাবনা অনেকে বেশি। ভবিষ্যতে পার্বত্য জেলাগুলোতে চা চাষ সম্প্রসারণ করা হবে। বান্দরবানে একটি প্রজেক্ট রয়েছে, যেখানে কাজ চলমান আছে। আগামী বছরগুলোতে বান্দরবানে চা চাষের গতিশীলতা আরও বাড়বে। শনিবার সকালে শ্রীমঙ্গলে পিডিইউ অডিটরিয়ামে ৫২তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বিটিআরআই পরিচালক এসএম আলতাফ হোসেন। —শ্রীমঙ্গল প্রতিনিধি

মোবাইলের অপব্যবহার বন্ধের আহ্বান

লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার মান উন্নয়নে যৌন হয়রানি প্রতিরোধ ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপজেলার মাঝিরগাঁও কেএম ইউনাইটেড একাডেমিতে গতকাল অভিভাবক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রভিটা গ্রুপের চেয়ারম্যান মো. নুর নবী ভূঁইয়া। —লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর