সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নষ্ট সার নিয়ে বিপাকে ব্যবসায়ী-কৃষক

চাঁদপুর প্রতিনিধি

নিম্নমানের নষ্ট ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন চাঁদপুরের ব্যবসায়ী-কৃষক। কয়েকদিন ধরে এ সার চাঁদপুর শহরসহ বিভিন্ন স্থানে ডিলারদের কাছে পাঠানো হলেও তারা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

চাঁদপুর সার ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ চন্দ্র ও সাবেক সেক্রেটারি হযরত আলী জানান, জেলার জন্য ডিসেম্বর-জানুয়ারি মাসের বরাদ্দ ছয় হাজার ৮১৭ টন ইউরিয়া সারই নষ্ট। এ সার নিয়ে বিপাকে রয়েছি। জমিতে ব্যবহারের অযোগ্য হওয়ায় কৃষকরাও নিতে চান না। ১৫ ফেব্রুয়ারি থেকে চাঁদপুরে ডিসেম্বর ও জানুয়ারির বরাদ্দ সার ১৬ ডিলারের কাছে আসতে শুরু করে। নিয়মানুযায়ী এ সার কমান্ড এরিয়া আশুগঞ্জ থেকে আসার কথা থাকলেও তা চট্টগ্রামের কালুরঘাট বাফার গোডাউন থেকে পাঠানো হচ্ছে।

কৃষকরা জমাট বাঁধা ও নষ্ট সার সরবরাহ বন্ধ করে ভালো মানের সার তাদের দেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর