রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ধর্ষণের দৃশ্য নেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, মামলা

কক্সবাজারের চকরিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও এর দৃশ্য মুঠোফোনে ধারণের পর ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জসীম উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি চকরিয়ার উপজেলার হারবাং ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় ছাত্রীর মা মামলাটি করেন। অভিযুক্ত জসীম হারবাং ইউনিয়নের শান্তিনগরের মো. ফরিদের ছেলে। ধর্ষণের শিকার ছাত্রী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। —চকরিয়া প্রতিনিধি

৮ হাজার ইয়াবা জব্দ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। গতকাল ভোরে আনোয়ারা উপজেলার বারো আউলিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৬০ পাসপোর্টসহ আটক

ফেনীর ফুলগাজীতে ৬০টি পাসপোর্ট ও ১০০ অঙ্কের ৭১টি জাল ইউএস ডলারসহ দাউদ মিয়া নামে একজনকে আটক করেছে র‌্যাব। গতকাল উপজেলার ধর্মপুর গ্রামের কিল্লার দিঘি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দাউদকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। —ফেনী প্রতিনিধি

বিএনপি নেতার পদত্যাগ

সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক পদে আছেন। গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে অব্যাহতিপত্র পাঠিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন খোরশেদ।  বিজ্ঞপ্তিতে খোরশেদ বলেন, ‘এক নেতার এক পদ’ অনুসরণ ও কমিটি গঠনে রাজপথের নেতা-কর্মীদের অবমূল্যায়নের কারণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক পদটি চলমান রেখে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি।’ উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি সাবেক এমপি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর