বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আনসার ক্যাম্পে হামলার হোতা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবির আনসার ক্যাম্পে হামলার ‘আরেক হোতা’ মিয়ানমারের নাগরিক নুর আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান। নুর আলম মিয়ানমারের আকিয়াবের মংডু থানার বাসিন্দা। তাকে নিয়ে র‌্যাব সদস্যরা লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। এর আগে গত ৯ জানুয়ারি আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার ‘হোতা’ মাস্টার আবুল কালামসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয় লুট হওয়া নয়টি অস্ত্র ও ১১৫ রাউন্ড গুলি। এ পর্যন্ত ওই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আশেকুর রহমান। গত বছর ১৩ মে ভোর রাতে টেকনাফের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে নিহত হন ক্যাম্প কমান্ডার আলী হোসেন। লুট করা হয় ১১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে আনসার ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আলমগীর হোসেন টেকনাফ থানায় মামলা করেন।

সর্বশেষ খবর