শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কোটি টাকার তুলা পুড়ে ছাই

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিনাইরচর এলাকায় ছাবেদ আলী স্পিনিং মিলের সামনে স্তূপ করে রাখা কোটি টাকার তুলা গতকাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের আড়াইহাজার ও মাধবদী কেন্দ্রের ইনচার্জ শাহজাহান জানান, তুলা রাখার পদ্ধতিতে ত্রুটি ও তাপমাত্রাজনিত কারণে তুলাতে আপনা থেকেই আগুন লেগে যেতে পারে। —আড়াইহাজার প্রতিনিধি

কিশোরগঞ্জে ছড়া উৎসব

কিশোরগঞ্জে শুরু হয়েছে ১৩ তম ছড়া উৎসব ও লোকজ মেলা। জেগে ওঠো নরসুন্দার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন রফিকুল হক দাদুভাই। আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। —কিশোরগঞ্জ প্রতিনিধি

সেচ সুবিধার্থে খাল খনন

মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার কৃষকের সেচ সুবিধার্থে  ঘটকের খাল খননের উদ্বোধন করা হয়েছে। গতকাল পাথুড়িয়ার পাড় গ্রামে খাল খননের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। —কালকিনি প্রতিনিধি

ফুলপুরে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নে সুবিধাভোগী ২০৩ দুস্থ পরিবারের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ২০১৭-১৮ চক্রের ভিজিডি কার্ড ও কার্ডের জনপ্রতি ৬০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, ইউপি আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নূরে, ট্যাগ অফিসার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, ‘চাল পেয়ে দুস্থ ও অসহায়রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি শরীফ আহমেদের প্রতি অত্যন্ত খুশি।’ —ফুলপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর