রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিএনপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

কুমিল্লা সদর উপজেলা নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর উপজেলা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সমর্থক ও নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল কাইয়ুম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬ মার্চ জেলার সদর উপজেলার উপ-নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন তার সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। শুক্রবার রাতে উপজেলার ভল্লবপুর এলাকায় তাদের উঠান বৈঠকে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র হামলা চালায়। এতে ২০ জন নেতা-কর্মী আহত হয়। এছাড়া বিভিন্ন সময়ে তাদের নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন রেজাউল কাইয়ুম। এ বিষয়ে তিনি নির্বাচন অফিসে লিখিত ভাবে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর, ফজলুল হক ফজলু ও অ্যাডভোকেট আলী আক্কাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর