সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চাঁপাইয়ে হামলায় একজন নিহত

ফরিদপুর পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী আহত

চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ফরিদপুরে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী। শিবগঞ্জে নিহত ব্যক্তির নাম আবদুল হক ওরফে আবু। তিনি উপজেলার কামালপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। আহতদের শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গত শনিবার সন্ধ্যায় বাচ্চারা লাটিম খেলা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর জেরে স্থানীয় মন্টুর লোকজন গভীর রাতে হামলা চালালে আবদুল হক আবু আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  এদিকে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ফুটপাতে হকার উচ্ছেদকালে গতকাল ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন পৌরসভার ১৫ কর্মকর্তা-কর্মচারী। প্রতিবাদে পৌর কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এলাকাবাসী ও পৌর কর্মকর্তারা জানান, ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশের হকার উচ্ছেদের জন্য কিছুদিন আগে মাইকিং করা হয়। সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় ফুটপাত থেকে হকার উচ্ছেদের জন্য মেয়রকে নির্দেশনা দেয়। এর অংশ হিসাবে রবিবার পৌরসচিব তানজিলুর রহমানের নেতৃত্বে ৩০ কর্মকর্তা-কর্মচারী হকার উচ্ছেদে নামেন। পূর্বখাবাসপুর মোড় থেকে হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে গেলে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে উচ্ছেদকারী দলের উপর হামলা চালায়। পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, সরকারি কাজে যারা বাধাদানকারীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোতয়ালি থানার ওসি নাজিমউদ্দিন আহমেদ জানান, মামলা হলে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর