সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
সুনামগঞ্জ-২ উপনির্বাচন

জাসদ-আম্বিয়া প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনে দলের নিবন্ধন না থাকায় জাসদ-আম্বিয়া গ্রুপ মনোনীত প্রার্থী সালেহীন চৌধুরী শুভর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

গতকাল দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এসএম এজহারুল হক এতে সভাপতিত্ব করেন। যাচাই-বাছাই শেষে প্রয়াত সুরঞ্জিত সেনের স্ত্রী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়া সেন গুপ্তা, জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহির আলী, জাসদ-ইনু সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজুর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। জাসদ-আম্বিয়া গ্রুপের প্রার্থী সালেহীন চৌধুরী শুভ বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল জাসদ। প্রতীক নিয়ে হাই কোর্টে মামলা রয়েছে। কোনো পক্ষের অনুকূলে প্রতীক বরাদ্দ না করলেও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীর মশাল প্রতীক বৈধ ঘোষণা করা বেআইনি। এ নিয়ে আমি আপিল করব। উল্লেখ্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর কারণে আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপনির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর