মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

৭১ সাঁওতালের জামিন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জের ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর সুগার মিল কর্তৃপক্ষের দায়ের করা চার মালমায় ৭১ বাঙালি ও সাঁওতালের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে ২২ ডিসেম্বর তারা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। উচ্চ আদালত তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সাঁওতালরা আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে জামিনের আবেদন করেন। প্রসঙ্গত, রংপুর চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের কাছ থেকে ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। কিন্তু ওইসব জমিতে মিল কর্তৃপক্ষ আখ চাষ না করে স্থানীয় কিছু প্রভাবশালীর কাছে লিজ প্রদান করে। তারা ওইসব জমিতে তামাক, ধান, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ করতে থাকে। মিলের জমিতে আখ চাষ না হওয়ায় এসব জমি বাপ-দাদার জমি বলে ফেরত দেওয়ার কথা বলে প্রভাবশালী নেতারা সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে আন্দোলনে সম্পৃক্ত করেন। গেল বছরের ৬ নভেম্বর পুলিশ-শ্রমিক ও সাঁওতালদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিন সাঁওতালের মৃত্যু হয়। আহত হন পুলিশসহ ৩০ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর