মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা
গণধর্ষণ মামলার রায়

চারজনের আমৃত্যু কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁওয়ে চার আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মির্জা মোহাম্মদ আইয়ুব আলী। গতকাল দুপুরে এ আদেশ দেওয়া হয়। মামলার অভিযোগে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন রাতে সদর উপজেলার উত্তর বোয়ালিয়া কিল্লাপাড়া গ্রামের মিজানুর রহমানের অনুপস্থিতির সুযোগে একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর (৩২), জমসের আলীর ছেলে ইসমাইল (৩০), আমির উদ্দিনের ছেলে আরিফ (২২) ও আবদুর বারেকের ছেলে ইউসুফ আলী (২০) মধ্যরাতে মিজানুরের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৯ জুন ধর্ষিতা বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ চার আসামিকে গ্রেফতার করলে পরবর্তীতে তারা জামিনে মুক্তি পায়। গতকাল দুপুরে আলমগীর, ইসমাইল ও ইউসুফ আদালতে হাজিরা দিতে এলে আদালত সব আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করে। এ রায়ে হাজিরা দিতে আসা আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়। অন্যদিকে আরিফ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর