মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পার্বত্য তিন জেলায় হরতাল পালিত

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

‘বাঙ্গালী ছাত্র পরিষদের’ ডাকে তিন পার্বত্য জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-ভর্তিতে ‘পার্বত্য কোটা’ চালুসহ আট দফা দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। সোমবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনের রাঙামাটিতে মাঠে নামে নেতা-কর্মীরা। শহরের বনরূপা, কলেজ গেট, পৌর এলাকা, তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় পিকেটিং করা হয়। হরতালের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন বন্ধ ছিল। দোকান-পাট খুলেনি। নৌ-পথে কোনো যান ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা রক্ষায় শহরে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক বেগম নুর জাহান জানান, বাঙালিদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। খাগড়াছড়িতেও হরতাল চলাকালে যানবাহন, দোকান-পাট বন্ধ ছিল। পিকেটারা ছিল সক্রিয়। পৌর শহরে হরতালকারীরা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্তরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে মাঈন উদ্দীন, এসএম মাসুম রানা, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর