মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সিসি ক্যামেরার আওতায় কুষ্টিয়া শহর

অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে এবার কুষ্টিয়া শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হলো। জেলা পুলিশের উদ্যোগে শহর এবং শহরতলির গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ-জামান এর উদ্বোধন করেন। পুলিশ সুপার প্রলয় চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, র‌্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন খান প্রমুখ। —কুষ্টিয়া প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরগুনার আমতলী উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে রবিবার সাময়িকভাবে বরখাস্ত করেছে। ইউপি চেয়ারম্যান একে এম নুরুল হক তালুকদার মুঠোফোনে বলেন আমি এখনো কোনো চিঠি পাইনি। আমি কোনো দুর্নীতি করিনি। চিঠি পেলে আইনিভাবে মোকাবিলা করব। —আমতলী প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে গার্মেন্ট কর্মীর মৃত্যু

গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পথচারী গার্মেন্টের এক নারী কর্মী নিহত হয়েছেন। তার নাম সেলিনা আক্তার (৩০)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার শিবপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

—গাজীপুর প্রতিনিধি

সার ডিলারের ২ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের ইউরিয়া সার বস্তা বদল করে কাফকো সারের বস্তায় রিপ্যাকিং করার অপরাধে বিসিআইসি সার ডিলার শতরূপা ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।

—দিনাজপুর প্রতিনিধি

বারিতে আলোচনা সভা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সোমবার ‘নারী নির্যাতন প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধ’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এতে প্রধান অতিথি ছিলেন। কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) মো. শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. আমজাদ হোসেন, পরিচালক (গবেষণা উইং) ড. মো. লুত্ফর রহমান। সমাপনী বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিএআরআই নারী বিজ্ঞানী সমিতির আহ্বায়ক ড. রওশন আরা বেগম। আলোচনা সভায় বারির বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ মহিলা বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক উপস্থিত ছিলেন। —গাজীপুর প্রতিনিধি

জঙ্গিবিরোধী সভা

চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে ‘মাদক ও জঙ্গিবাদ বিরোধী  সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে স্থানীয় শহীদ হাসান চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালির নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ জামান।  পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন। —চুয়াডাঙ্গা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর