বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চাঁদা না পেয়ে অফিসে হামলা সাব-রেজিস্ট্রারসহ আহত ৫

রাজবাড়ী প্রতিনিধি

দাবি করা চাঁদা না পেয়ে রাজবাড়ী সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে গতকাল দুপুরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে সাব-রেজিস্ট্রার গাজী আব্দুল করিমসহ পাঁচজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন— অফিস সহকারী গুরুদাস হালদার, টিসি আব্দুল মালেক, স্ট্যাম্প ভেন্ডার হারুন শেখ ও দলিল লেখক রেজাউল ইসলাম। আহতদের মধ্যে গুরুদাস হালদার ও আব্দুল মালেককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন আব্দুল মালেক জানান, বেলা সাড়ে ৩টার দিকে ৪-৫ দুর্বৃত্ত অফিসে ঢুকে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে প্রথমে তারা গুরুদাসকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটায়। তিনি প্রতিবাদ করলে তাকেও পেটায়। এ সময় সাব-রেজিস্ট্রারসহ অন্যদের এলোপাতাড়ি পিটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে অমিত নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, অমিতের নেতৃত্বে দুর্বৃত্তরা অফিসে ঢুকে তাদের বেধড়ক পিটিয়েছে। হামলাকারীদের মধ্যে বাকি চারজনের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। অভিযুক্ত অমিত রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহসিন উদ্দিন বতুর ছেলে। এর আগেও তিনি চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। সদর থানার এসআই বদিয়ার রহমান জানান, এ ব্যাপারে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ খবর