বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ওয়াসার পানি সরবরাহের দাবিতে অবরোধ বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ওয়াসার পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের চৌধুরীবাড়ি এলাকায় গতকাল সকালে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলররা ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে ওই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বেত্রাঘাতে শিক্ষার্থী আহত

বরগুনার পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষক গোলাম ফারুকের বিরুদ্ধে। আহত অবস্থায় তাশরিফ নামে ওই ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

—বরগুনা প্রতিনিধি

মাগুরায় মাঠ দিবস

আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে পতিত জমিতে ডাল জাতীয় ফসল আবাদের সুবিধা ও আমিষের ঘাটতি পূরণ নিয়ে মঙ্গলবার মাগুরার শিবরামপুর ও বাটিকাডাঙ্গায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্র এর আয়োজন করে। সৈকত হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করেন, স্নিগ্ধা রায়, ড. আবুল কাশেম, শ্যামল বিশ্বাস, সোহরাব হোসেন, প্রকৌশলী জয়দেব চক্রবর্তী, রুহুল আমিন, তানজির আহমেদ প্রমুখ। —মাগুরা প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী শিশু কানন প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক রাব্বি মিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৭টি বিদ্যালয়ের ১৩০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা কমিশনার (ভূমি) রোবায়েত হায়াত শিপলু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ঢাকা বিভাগীয় নির্বাচনী কর্মকর্তার সিএ মো আক্তার হোসেন প্রমুখ। —সোনারগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর