বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে লাখো মানুষ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে কমিনিটি পুলিশিং সেলের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে  উপজেলার  সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বিকালে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি এমএ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ আলী মিয়া, ধামরাই পৌরমেয়র গোলাম কবির, ইউএনও আবুল কালাম ও  উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আহম্মদ আল জামান প্রমুখ। সমাবেশে স্বরাষ্টমন্ত্রী বলেছেন, সন্ত্রাস জঙ্গিদের ভুলে গেলে চলবে না। এরা যে কোনো সময় ছোবল মারতে পারে। আর যে কোনো মূল্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। স্থানীয় এমপি এমএ মালেক বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশের ডাক দিয়ে আগামী ৬ মাসের মধ্যে তাদের চিরতরে নির্মূল করা হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কুশুরা আরেকটি থানা এবং দক্ষিণ ও উত্তর এলাকায় দুটি পুলিশ ফাঁড়ির দাবি করেন প্রধান অতিথির কাছে। সমাবেশে পৌর মেয়র গোলাম কবির বলেন, ধামরাই পৌর এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিসহ বিভিন্ন অপরাধীকে দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করতে মেইন পয়েন্ট ও জনবহুল এলাকায় ১৪৩টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এ সময় তিনি প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মাধ্যমে বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুটের স্বর্ণসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করায় ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হককে নগদ ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন। পরে এক কনসার্টের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি, সালমা ও নকুল বিশ্বাসসহ শিল্পীরা গান পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর