বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বখাটের জামিন নামঞ্জুর এলাকায় মিষ্টি বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে বিচারকের করা মামলায় বখাটে রেজাউলের জামিন নামঞ্জুর করে করেছেন আদালত। জেলা চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এইচএম কবির হোসেন গতকাল এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি ২৮ মার্চ ধার্য করা হয়েছে। এদিকে রেজাউলের বিরুদ্ধে মামলা ও তাকে হাজতে পাঠানোর খবরে স্বস্তি এসেছে এলাকায়। আনন্দে স্থানীয়রা একে অপরকে মিষ্টি খাইয়েছেন। রেজাউল নলছিটি পৌরসভার নান্দিকাঠীর আব্দুল জলিলের ছেলে। জানা যায়, সম্প্রতি এক স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও কান ধরে উঠবোস করানোর ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রেজাউল ও তার সহযোগীরা ওই ঘটনায় জড়িত। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এলে গত মঙ্গলবার আদালতে সাংবাদিকদের নামে মিথ্যা অভিযোগে মামলা করতে গিয়ে ফেঁসে যান রেজাউল। আদালতে ভিডিও দেখে বিচারক এইচএম কবির হোসেন স্বপ্রণোদিত হয়ে রেজাউলের বিরুদ্ধে শ্লীলতাহানি, ইভটিজিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেন।

সর্বশেষ খবর