বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

১৪ যানবাহনের বিরুদ্ধে মামলা ভ্রাম্যমাণ আদালতের

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেছে জেলা প্রশাসন। মহাসড়কের আশেকপুর বাইপাসে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মাহবুব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব ও পুলিশ অভিযানে সহায়তা করে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ট্রাক-পিকআপে যাত্রী পরিবহন ও বাসে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে যানবাহনের চালকদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

সর্বশেষ খবর