শিরোনাম
শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নকল ওষুধ তৈরির কারখানা দেড় কোটি টাকার পণ্য জব্দ

পাবনা প্রতিনিধি

পাবনায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ ও তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব। জব্দ পণ্যের দাম প্রায় দেড় কোটি টাকা বলে র‌্যাব সূত্রে জানা গেছে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্টে রুহুল আমিন জানান, শহরের শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়ার হায়দার তার বাড়িতে অনুমোদনহীন ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামে নকল এনার্জি ড্রিংকস ও ওষুধ তৈরির কারখানা গড়ে তোলেন। সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে নকল ওষুধ, এনার্জি ড্রিংকস, সফট ড্রিংকস, উৎপাদন করে বিপণন করছিল। গোপন খবরে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা বলেন, ‘যদি তারা পুনরায় উৎপাদন করে, তাহলে আবারও অভিযান পরিচালনা করা হবে।’

ফরিদপুরে দুই লাখ টাকা জরিমানা : ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুরে অবস্থিত ‘বেলসন ফার্মাসিউটিক্যাল’ নামের একটি ওষুধ কারখানায় র‌্যাব গতকাল অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত নকল ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেন। র‌্যাব ফরিদপুর ক্যাম্পের কমান্ডার মো. রইছউদ্দিন জানান, গোপন খবরে তারা বেলসন ফামাসিউটিক্যাল নামের ওষুধ কারখানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ, বিভিন্ন নামী কোম্পানির মোড়কের আদলে করা ওষুধ জব্দ করে। এছাড়া আগামী এক মাসের মধ্যে কারখানার পরিবেশ ভালো করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সর্বশেষ খবর