বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা হত্যায় তিনজনের ফাঁসি

তিন জেলায় তিনজনের যাবজ্জীবন

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধা খবির উদ্দিন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল এ রায় দেন। দণ্ডাপ্রাপ্তরা হলেন— সালাম শেখ, জামিল উদ্দিন ও হামিদ মালিথা। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম এলাকার মুক্তিযোদ্ধা খবির উদ্দিন খেতে পানি সেচ দেওয়ার জন্য বের হন। পরদিন ভোরে স্থানীয়রা খেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইল ও গাজীপুরে তিনজনের যাবজ্জীবন : চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে বাবা আব্দুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আব্দুল হালিম গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে। নড়াইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গার্মেন্ট কর্মীকে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ফরহাদ হোসেন ওরফে মারুফ গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে।

সর্বশেষ খবর