বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

এক পলক

দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নন্দীগ্রাম উপজেলায় গতকাল প্রাইভেট কারের ধাক্কায় উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। সাইফুল জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের হোসেন আলীর ছেলে। একই দিন আদমদীঘি উপজেলায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন সাইকেল আরোহী দর্জি শ্রমিক আবু রায়হান। এছাড়া শেরপুর উপজেলার গাড়ীদহ-জামাদারপুকুর আঞ্চলিক সড়কে বিয়ের বাস খাদে পড়ে ফনি রায় নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ট্রাকসহ ভেঙে পড়ল সেতু

ধানবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়া বাজারের সুতিয়া নদীর বেইলি সেতু। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের যাত্রীদের চলাচলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, বুধবার ভোরে ধানবোঝাই একটি ট্রাক বেইলি সেতুর মাঝামাঝি পৌঁছলে সেতুটি ধসে পড়ে।

—ময়মনসিংহ প্রতিনিধি

লালমনিরহাটে ডায়রিয়ার প্রকোপ

লালমনিরহাটে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েড রোগে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রবিউল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিউলকে সদর উপজেলার শিবরাম গ্রামের রইচ উদ্দিনের ছেলে। চিকিৎসকরা বলছেন, দিনে গরম এবং রাতে ঠাণ্ডা আবহাওয়ার কারণে রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে।

—লালমনিরহাট প্রতিনিধি

সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়নগঞ্জের রূপগঞ্জের মাঝিনা নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নুরে আলমের সভাপতিত্বে ও কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, শহিদুল্লাহ গাজী, প্রধান শিক্ষক সাইফুদ্দিন ইউসুফ প্রমুখ।—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর